সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বরগুনার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা নবীজির জীবনাদর্শ অনুসরণে জীবন আলোকিত হবে: ধর্ম উপদেষ্টা বাংলাদেশ-পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে–ড. ইউনূসকে জেনারেল সাহির ‘আলেম সমাজকে প্রকৃত ভূমিকা পালনে অগ্রণী হতে হবে’ ভাগ্যের পরিবর্তন চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে: শায়খে চরমোনাই মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যু, কারণ অনুসন্ধানে কমিটি গঠন ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচনের দাবি গণঅধিকার পরিষদের মনিগাঁও মাদরাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ২৯ নভেম্বর কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না: পীর সাহেব চরমোনাই ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

ভাগ্যের পরিবর্তন চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে: শায়খে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সত্যিকার অর্থে জনগণের ভাগ্যের পরিবর্তন চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। 

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে

ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাকেরগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব মাওলানা মো. নাছির উদ্দীন রোকন ডাকুয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় এই গণসমাবেশে অনুষ্ঠিত হয়।

গণসমাবেশের প্রধান অতিথি শায়খে চরমোনাই তার বক্তব্যে বলেন, এদেশ স্বাধীন হওয়ার পর থেকে কয়েকবার নেতার পরিবর্তন হয়েছে, অথচ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, ঝালকাঠি-২ আসেনর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সিনিয়র সহ-সভাপতি উপাধাক্ষ মাওলানা মো. জামিলুর রহমান,অর্থ ও প্রকাশনা সম্পাদক এইচ এম রফিকুজ্জামান, জেলা কমিটির সদস্য মুহাম্মাদ হুমায়ূন কবির, মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা,বাকেরগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা মাহবুব হোসেন ইলিয়াস,বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত বরিশাল ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা মাহমুদুন্নবী তালুকদার সহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ