সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বরগুনার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা নবীজির জীবনাদর্শ অনুসরণে জীবন আলোকিত হবে: ধর্ম উপদেষ্টা বাংলাদেশ-পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে–ড. ইউনূসকে জেনারেল সাহির ‘আলেম সমাজকে প্রকৃত ভূমিকা পালনে অগ্রণী হতে হবে’ ভাগ্যের পরিবর্তন চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে: শায়খে চরমোনাই মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যু, কারণ অনুসন্ধানে কমিটি গঠন ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচনের দাবি গণঅধিকার পরিষদের মনিগাঁও মাদরাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ২৯ নভেম্বর কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না: পীর সাহেব চরমোনাই ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

বরগুনার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল ২৫ অক্টোবর, শনিবার বরগুনার আমতলী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছে মর্মে কিছু গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ়তার সাথে জানাচ্ছে যে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বিএনপিতে যোগদানের সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানেয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী ও সেক্রেটারি গাজী মুহাম্মাদ বায়েজীদ আজ ২৬ অক্টোবর, রবিবার দুপুর বারোটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমতলী উপজেলা কার্যালয়ে আহুত এক সাংবাদিক সম্মেলনে জানান, যে নাসির উদ্দিনের নেতৃত্বে যোগদানের ঘটনা ঘটেছে বলা হচ্ছে তাকে পয়লা অক্টোবর-২০২৫ তারিখে সংগঠনের শৃংখলাভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। তিনি কোন উত্তর না দেয়ায় ৫ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে তাকে আমতলী সদর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের সভাপতির পদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়। ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের সংবাদ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। 

মাওলানা ওমর ফারুক জিহাদী তার বক্তব্যে বলেন, সেখানে উপস্থিত যারা ছিলো তারা কেউ-ই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী তো নয়ই বরং সমর্থকও না। তারা স্থানীয় বিএনপি বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ হতে পারে।

উপজেলা সভাপতি মাওলানা জিহাদী বিএনপি নেতৃবৃন্দকে এই ধরণের বিতর্কিত কর্মকান্ড থেকে বিরত থাকার আহবান জানান। এবং যেসকল গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছেন তাদেরকে বিষয়টি নিয়ে তদন্ত করে সঠিক সংবাদ প্রকাশ করার আহবান জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ