বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬


কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qatar6আওয়ার ইসলাম: কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক সুমন আহমদ (২৫) নিহত হয়েছেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে।

শনিবার (২১ জানুয়ারি) রাতে কাতারের আলকুর-সিমসিমা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

সুমন আহমদ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার ছেলে। সুমনের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চেয়ারম্যান বলেন, শনিবার রাতে গাড়ি চালানোর সময় হঠাৎ চাকা বিস্ফোরণ হয়ে গাড়িটি উল্টে গেলে সুমন ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা এক কাতারি নাগরিক গুরুতর আহত হন। পরে কাতারের পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাদদাদ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুমন ওই হাসপাতালে মর্গে রয়েছেন।

এআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ