বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬


সৌদি আরব থেকে তুরস্কের ১৬ নাগরিককে বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের ধর্মীয় ও রাজনৈতিক নেতা ফেতুল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির ১৬ নাগরিককে বহিষ্কার করেছে সৌদি আরব। তুর্কি সরকারের অনুরোধে সৌদি আরব তাদের বহিষ্কার করে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সৌদি সরকার এসব ব্যক্তিকে বহিষ্কার করার কয়েক ঘণ্টা পর তাদেরকে বিমানে করে তুরস্কের আনতোলিয়া প্রদেশে নেয়া হয় এবং দেশটির সন্ত্রাসবাদ-বিরোধী পুলিশ বিভাগ তাদেরকে আটক করে।

আনাদোলু দাবি করেছে, বহিষ্কৃত ব্যক্তিরা সৌদি আরবে হজযাত্রী সংগ্রহের কাজে লিপ্ত ছিলেন এবং তারা সেই অর্থ গুলেন আন্দোলনের জন্য পাঠাচ্ছিলেন। তুর্কি সরকার গুলেন আন্দোলনকে নিষিদ্ধ করেছে এবং সংগঠনটিকে ‘ফেতুল্লাহ সন্ত্রাসী সংস্থা’ বলে থাকে।

গত বছরের ১৫ জুলাই তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য আংকারা সরকার ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে থাকে। এজন্য দেশটির হাজার ব্যক্তিকে আটক কিংবা চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গিনেস বুকে নাম লেখানোর অপেক্ষায় হাতে লেখা পৃথিবীর দীর্ঘতম কুরআন

প্রথম রোবটিক যন্ত্র আবিষ্কার করেন যে মুসলিম বিজ্ঞানী!

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ