মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জা-ইন: উত্তর কোরিয়া সফরের আশাবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পর দক্ষিণ কোরিয়ার ১৯তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন উদারপন্থী হিসেবে পরিচিত মুন জা-ইন।

বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাতীয় সংসদ ভবনে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট পাক কুন হের পদত্যাগে দেশটিতে যে নেতৃত্ব শূন্যতার সৃষ্টি হয়েছিল তা দূর হলো।

অন্যদিকে বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুন জাই-ইন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে আগ্রহ প্রকাশ করেছেন। এমনকি কিম জং উনের দেশে সফরের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। মুন জাই- ইনের এমন মন্তব্যে কোরীয় উপদ্বীপের সাম্প্রতিক উত্তেজনা নিরসনে কিছুটা হলেও প্রলেপ দিল।

প্রসঙ্গত, মুন জাই-ইন দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। পরে তিনি মানবাধিকার আইনজীবী এবং রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০১২ সালে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া থেকে পাক কুন-হের বিরুদ্ধে নির্বাচন করে পরাজিত হন। তবে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৪১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে সহজেই নির্বাচিত হন তিনি।

উল্লেখ্য, দুর্নীতির দায়ে আগের প্রেসিডেন্ট পাক কুন-হে অভিসংশিত হওয়ার পর নতুন নির্বাচন দেয় দক্ষিণ কোরিয়া। ঘনিষ্ট বান্ধবীর মাধ্যমে বিভিন্ন কোম্পানির কাছ থেকে অর্থ আত্মসাতের সুযোগ করে দেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।

সূত্র: বিবিসি

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ