বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় আল্লামা সুলতান যওক এক টেবিলে ইসলামি দলগুলোর শীর্ষ নেতারা, ফেসবুকে উচ্ছ্বাস সমমনাদের নিয়ে ইসলামী আন্দোলনের সংলাপ মনের ইচ্ছা পূরণের উপায়: ইসলামের নির্দেশনা মাত্র ১৩ মাসে হাফেজ জিহাদ, বেফাক হিফজ পরীক্ষায় সারাদেশে দ্বিতীয় হুথি বাহিনীর নতুন অভিযান, আমেরিকান বাহিনীর বিরুদ্ধে ট্রাম্পের হুমকি

তুরস্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মারমারিসের কাছে পর্যটক বহনকারী একটি যাত্রীবাস নিয়ন্ত্রণ হারিয়ে পর্বত থেকে নিচে পড়ে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু ও আল-জাজিরা।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার তুর্কি পর্যটকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ মিটার নিচে পড়ে এবং একটি প্রাইভেটকারকে আঘাত হানে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়, নিহতদের অধিকাংশ নারী ও শিশু। চালকের ভুলে এ ঘটনা ঘটেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

মুগলা প্রদেশের গভর্নর আমির চিচেক বলেছেন, ‘ভয়াবহ’ এ দুর্ঘটনায় বাসটির ২০ যাত্রী নিহত ও ১১ জন গুরুতর আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে তিনি জানান।

প্রদেশের ডেপুটি গভর্নর কামিল কোতেন জানিয়েছেন, রাস্তার পাশের রেলিং ভেঙে বাসটি ৫০ ফুট নীচে আরেকটি রাস্তার উপর দিয়ে চলমান একটি গাড়ির উপর পড়ে যায়। এ সময় ওই গাড়ির তিন যাত্রীও নিহত হয়। ওই তিনজনসহ এ দুর্ঘটনায় মোট ২৪ জনের মৃত্যু হয়েছে বলে কোতেন জানান।

চিচাক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক ঠিকমতো কাজ না করায় এটি রেলিং ভেঙে রাস্তা থেকে ছিটকে পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দুমড়ে মুচড়ে যাওয়া হলুদ রঙের একটি বাস রাস্তার পাশে পড়ে আছে এবং এর কাছে কাপড় দিয়ে সারিবদ্ধ লাশ রেখে দেয়া হয়েছে। চীন সফররত তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ