মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

১০ মাসের শিশুকে অভিযুক্তকারী এসআই বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ১০ মাস বয়সী এক শিশু ও একজন মৃত ব্যক্তির বিরুদ্ধে মারামারি ও চুরির মামলায় অভিযোগপত্র দায়ের করায় মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, এছাড়া ওই ঘটনায় মিরপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কাজী মাহবুবুল আলমকে প্রত্যাহার করে পুলিশের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে ও মিরপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে মহলছড়িতে এপিবিএনে সংযুক্ত করা হয়েছে।

গত বছরের ২৬ জুন মধ্য পাইকপাড়ার বাড়িঘর ভেঙে জমি দখলের অভিযোগে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি মিরপুর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মারুফ গত ৯ মার্চ আদালতে অভিযোগপত্র দেন।

শিশুদের যৌন হয়রানি রোধে ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা!

গত ৩০ এপ্রিল ওই অভিযোগপত্রে শুনানি হলে ১০ মাস বয়সী শিশুটি তার বাবা আবুল কাশেমের কোলে চড়ে আদালতে যায়। ওই সময় আদালত জানতে চাইলে শিশুটির বাবা বলেন, তার কোলের শিশু রুবেলও এ মামলার আসামি। পরে আদালত কাগজপত্র যাচাই করে আসামির নাম, ঠিকানা ও বাবার নাম ঠিক পান।

অবশ্য মামলার বাদী হাবিবুর রহমান তখন দাবি করেন, রুবেল নামের ৩০ বছরের একজন আসামি তার বাড়িতে হামলা চালিয়েছিল। মামলায় ভুল করে ওই রুবেলের পরিবর্তে আবুল কাশেমের ছেলে শিশু রুবেলকে আসামি করা হয়েছে। এটা তদন্ত কর্মকর্তার ভুল। তিনিও চান শিশুটি রেহাই পাক।

শিশু রুবেলের মা শামীমা আক্তার বলেন, ঘটনার সময় তার ছেলের বয়স ছিল মাত্র ২৮ দিন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ