মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

চার দিন পর ইসলামী শ্রমিক আন্দোলন নেতার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জামালপুরের নুরুন্দি এলাকার ইটাইল খাল থেকে আজ মঙ্গলবার সকালে ইসলামী শ্রমিক আন্দোলন নেতা আব্দুল হকের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ১২ মে রাতে নিজ এলাকা থেকে নিখোঁজ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী শ্রমিক আন্দোলন জামালপুর জেলা শাখার সহসভাপতি আব্দুল হক গত ১২ মে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে নিখোঁজ হন।

এ ঘটনার চার দিন পর আজ মঙ্গলবার সকালে নুরুন্দি এলাকার ইটাইল খালের পানিতে তার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

ইসলামী শ্রমিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমদ জানান, “কোনো অজ্ঞাত দুর্বৃত্তরা ইসলামী শ্রমিক আন্দোলন নেতা আব্দুল হককে অপহরণ করে হত্যা শেষে লাশ পানিতে ডুবিয়ে রেখেছে। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ আহবান করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম জানান, ইটাইল খাল থেকে আব্দুল হকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে থাকা পোশাকের পকেট থেকে নগদ এক লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ নৃশংস হত্যার প্রতিবাদ করে বলেছেন, দেশে আশঙ্কাজনক হারে গুম, খুনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা বলতে কিছু নেই। যত্রতত্র গুম ও খুন জনমতে ভয়ভীতি সৃষ্টি করছে।

প্রচলিত জোট-মহাজোটে ইসলামের কোন ক্যলাণ নেই: মুফতি সৈয়দ ফয়জুল করীম

মূর্তি একটি নির্দিষ্ট ধর্মের প্রতীক: মুফতি ফয়জুল করীম

তিনি বলেন, গুমের সেই ধারাবাহিকতায় জামালপুরে ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আবদুল হককে গুম করে ৫দিন পর তার লাশ ফেলে যায়। এ ধরনের ঘটনায় আমরা বাকরুদ্ধ ও মর্মাহত। এর প্রতিবাদ জানানোর ভাষা জানা নেই। খুনিরা খুন করে পার পেয়ে যাওয়ার কারণেই এধরনের ঘটনা ঘটেই চলছে। অবিলম্বে মাওলানা আব্দুল হকের খুনিদের গ্রেফতার করে বিচার করতে হবে। না হলে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ