মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ইসলামী যুব আন্দোলনের পরামর্শ পরিষদের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ২৪ মে বুধবার রাজধানীর পল্টনস্থ প্রো-একটিভ হলে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দিনের সঞ্চালনায় সংগঠনের ১৭১ সদস্য বিশিষ্ট পরামর্শ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই

প্রধান অতিথি বলেন, দেশে যুব সমাজের অবস্থা আজ সঙ্কটাপন্ন। বেকারত্ব মহমারী আকার ধারণ করেছে। বেকারত্বে বাংলাদেশ ১২তম অবস্থানে রয়েছে। দেশের ৪৭ শতাংশ স্নাতক সম্পন্নকারী যুবক বেকার। পূজিবাদী অর্থব্যবস্থার কুফলেই এ সকল সঙ্কটের সৃষ্টি হয়েছে। যুব সমাজের নৈতিক অবস্থা ধ্বংসের মুখে। মানবিক ও আত্মিক মূল্যোবোধ ক্রমেই ক্ষীণ হয়ে যাচ্ছে। সম্প্রতি বনানীর সাফাত-সাদমানের ঘটনা এটাই প্রমাণ করে। যুবকদের এ সকল সঙ্কট থেকে উত্তরণ করতে হবে। সামগ্রিক সঙ্কট মোকাবেলায় ইসলামের আদর্শে সবাইকে ফিরে আসতে হবে।

সভায় ২০১৭-২০১৯ সেশনের পরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী শরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ বশিরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল আমীন, অর্থ সম্পাদক এ আর খান, দফতর সম্পাদক মুফতি রহমতুল্লাহ বিন হাবীব, প্রচার সম্পাদক আ হ ম আলাউদ্দীন প্রমুখ।

নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে: চরমোনাই পীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ