মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


হেফাজত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামালকে হত্যার হুমকি দেয়ায় হেফাজত নেতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন কথিত নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে নাগরিক সমাজ আয়োজিত প্রতিবাদ সভায় দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ২ জুন জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে হেফাজতে ইসলামের ব্যানারে কিছু ব্যক্তিকে হত্যার হুমকি দেয়। এর বিরুদ্ধে সরকার কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় সমালোচনা করেন বক্তারা। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সভায়। অন্যথায়, কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তাঁরা।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায়, সাবেক ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ, অর্থনীতিবিদ এম এম আকাশ, আবুল বারকাত, মানবাধিকারকর্মী খুশি কবির।

মূর্তি সরালে নাকি মসজিদও সরাতে হবে, সুলতানা কামালের এতবড় স্পর্ধা!

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ