সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

আসামির বাড়িতে পুলিশের অস্থায়ী ক্যাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সাভারে পালাতক এক আসামীর বাড়িতে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে পুলিশ। পুলিশের হাতকড়াসহ ওই আসামী পালিয়ে যাওয়ার পর তাকে ধরার জন্য আসামীর বাড়িতেই অস্থায়ী ক্যাম্প বসিয়েছে পুলিশ

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ সোহেল আল মামুন জানান, গত শুক্রবার ভোররাতে ‘সন্ত্রাসী’ ও যুবলীগের সাবেক নেতা আল-আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই সময় আল-আমিন পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আল-আমিনের সহযোগী ইসমাইল মারা যায়।

এরপর ৩৪ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করে পুলিশ। এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পলাতক আসামি আল আমিনকে ধরতে গতকাল বুধবার রাত ৮টা থেকে  তাঁর বাড়ির সামনে অবস্থান নিয়েছে পুলিশ। অস্থায়ী এই ক্যাম্পে দিনে-রাতে ১৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

সোহেল আল মামুন বলেন, ‘সন্ত্রাসী ও ভূমি দস্যু আল-আমিনের বিরুদ্ধে থানায় প্রায় ১০ থেকে ১৫টি মামলা রয়েছে। তাঁকে ধরতে ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তাঁর বাড়ির সামনে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে।এ ছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’

এদিকে স্থানীয়রা জানান, পুলিশ ক্যাম্প বসানোর পর আল-আমিনের তিন ভাই ও বাবা-মা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ