সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

অস্বাভাবিকভাবে বেড়েছে দাম; নিম্ন আয়ের মানুষ বেকায়দায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিম্ন আয়ের মানুষের মোটা চালের দাম এখন প্রতি কেজি ৪৮ টাকা। শুধু মোটা চালই নয়, বাজারে সব ধরনের চালের দামই বিগত বছরের চেয়ে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। গত বছরের তুলনায় এ বছর কেজিতে ২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে মোটা চাল। এতে বিপাকে পড়েছে শ্রমজীবী ও স্বল্প আয়ের মানষেরা।

সরকারি হিসাবে এক বছরে চালের দাম বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। আর গত এক মাসেই সাধারণ মানের মোটা চালের দাম বেড়েছে আট শতাংশের বেশি।

দেশের ইতিহাসে স্বাধীনতার পরে এটা সর্বোচ্চ দাম বৃদ্ধি। এর আগে ২০০৭-২০০৮ সালে জরুরি অবস্থার সময় মোটা চালের দাম ৪০ টাকা কেজি পর্যন্ত হয়েছিল। সরু চালের দাম উঠেছিল ৫৬ টাকায়। এখন সরু চালের দাম ৬০ টাকা।

চালের দাম বাড়ার পেছনে মিলার ও ব্যবসায়ীরা একে অপরকে দূষলেও সরকার ও জনগণ মনে করছে দুপক্ষের কারসাজিতেই বাড়ছে দাম।

রাজধানীর বাবু বাজারের পাইকারি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, গত বছর তিনি যে চাল ২৬-২৭ টাকা দরে বিক্রি করেছেন এবছর সেই চাল বিক্রি হচ্ছে ৪৬/৪৭ টাকা। মোটা চাল গত বছর ছিল ২২/২৩ টাকা কেজি এবছর ৪২/৪৩ টাকা।

তিনি বলেন, “চালের দাম এ বছরের মতো এতটা চড়া আগে হয়নি।”

গবেষকরা বলছেন, ১০ টাকায় চাল বিক্রিসহ সরকার নানা কর্মসূচি নিলেও পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়নি। সরকারি চালের মজুদ গত বছর এ সময় ছিল প্রায় ছয় লাখ টন, এবার সেটি দুই লাখ টনেরও নিচে।

এছাড়া ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ থাকায় ব্যবসায়ীরাও বেশি চাল আমদানি করছেন না।

বিশ্বজয়ী হাফেজ তরিকুলের সঙ্গে সেলফি তোলার হিড়িক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ