সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

কিশোরগঞ্জে ইশা ছাত্র আন্দোলনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল কিশোরগঞ্জরে  পুরানথানাস্থ হোটেল মাছরাঙ্গাতে সমপন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রিয় সহ.সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি হফেজ মাও.আলমগীর হোসাঈন তালুকদার।

প্রধাণ অতিথির বক্তব্যে মাও.আলমগীর হোসাঈন ছাত্রদের ঐক্যবদ্ধঅর উপর গুরুত্বারোপ করে বলেন, দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের মর্মবাণী অনুধাবন করে সেই আলোকে সমাজ গঠনে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ২০১৭ সালের এস এস সি ও এইচ এস সি পরিক্ষায় জি পি এ ৫ প্রাপ্ত ২০ জন শিক্ষর্থী সংবর্ধনা দেয়া হয়।

জেলা সভাপতি জোবায়ের আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইমদাদুল্লাহ মাহবুবের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জের সেক্রেটারি মাও.মহিউদ্দিন আজমী, জেলা আন্দোলনের সাংগঠনিক সম্পাদক  মাও.শফিকুল ইসলাম ফারুকী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জোবায়ের আহমদে বলেন,সংযমের মাসে সংগ্রামের শপথে বলিয়ান হয়ে দেশ গঠনে ছাত্র সমাজকে ভুমিকা রাখতে হবে । মেধাবী ছাত্ররা যদি পড়া-লেখার পাশা-পাশি দেশ পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করে তবে দেশ ও জাতী একটি দক্ষ নেতৃত্ব পাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , সহ.কারি দফতর সম্পাদক মুহা.আশরাফ আলী সোহান, সহ.অর্থ সম্পাদক মুহা.রেদওয়ান আহমাদ, সমাজ কল্যান সম্পাদক মুহা.রুকন উদ্দীন,সাবেক ছাত্র নেতা মুহা.মাজহারুল ইসলাম, ইসলমী যুব আন্দোলন কিশোরগঞ্জের সভাপতি মুফতি বরকত হোসাইন,  জেলা ছাত্র আন্দোলনের সহ.সভাপতি মুহা.হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মুহা.আরিফুল ইসলাম,প্রশিক্ষণ সম্পাদক মুহা.আব্দুল্লাহ বিন রশিদ,অর্থ সম্পাদক আবরারুল হক্ব,দফতর সম্পাদক আবু-বকর সিদ্দিক, কওমি মাদরাসা বি.সম্পাদক আরিফুল ইসলাম, কলেজ বি.সম্পাদক ইসমাঈল হোসাঈনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ