বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’ আস-সুন্নাহয় সাবলম্বী খোকন মিয়া জাকাতদাতা হয়ে উঠতে চান মৌলভীবাজারে মাদরাসায় হামলার ঘটনায় অস্ত্রসহ আটক ৩ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আ. লীগের সঙ্গে নয়: টুকু তুরস্কে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পাকিস্তান হাদিস বিশ্বকোষ ‘আল-মুদাওয়ানা আল-জামিয়া’র অন্যতম রচয়িতা মুফতি মাহমুদ হাসান  অবিলম্বে ইসলামবিদ্বেষী নারী কমিশন বাতিল করুন : খেলাফত মজলিস নারী কমিশন বিলুপ্তির দাবি বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসাইন ফেরেদুন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুর্নীতির অভিযোগের তদন্তে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসাইন ফেরেদুনকে আটক করেছে দেশটির বিচার বিভাগ।

ইরানের বিচার বিভাগের মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স ও বিবিসি রোববার এই খবর জানিয়েছে।

ফেরেদুনের বিরুদ্ধে মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে রুহানি সমর্থকরা অভিযোগের খবর এসেছে রয়টার্সে।

অন্যদিকে বিবিসি বলছে, স্বজনদের দুর্নীতির তদন্ত আটকে দেওয়ার অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট রুহানির বিরুদ্ধে।

ইরানের গোলাম হোসেন মহসেনিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের মামলায় শনিবার ফেরেদুনকে তলব করা হয়েছিল। পরে তাকে বন্দি করা হয়।

“যদি তিনি জামিনের বন্দোবস্ত করতে পারেন, তবে তিনি ছাড়া পাবেন,” বলেন মহসেনি। সেইসঙ্গে তিনি বলেন, মামলাটি চলবে।

জামিনের জন্য ফেরেদুনকে কী পরিমাণ অর্থ দিতে হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

প্রেসিডেন্ট রুহানির পরামর্শক হিসেবে পরিচিত ফেরেদুন একজন কূটনীতিক। পরমাণু কর্মসূচি সঙ্কট অবসানে ২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলে ছিলেন তিনি।

ফেরেদুনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপকদের বেতন বাড়ানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগও রয়েছে। তবে তিনি বরাবরই সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন।

দুই মাস আগে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত রুহানি তার ভাইয়ের এই কেলেঙ্কারি নিয়ে চাপের মধ্যে রয়েছেন। ভোটের সময় দুর্নীতির বিষয়ে তার নীতিও ব্যাপক সমালোচনায় পড়েছিল।

-এজেড


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ