বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আবাসন খাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় পুষ্পধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘স্বপ্ন সত্যি হবেই’- এই স্লোগানকে ধারণ করে ঈদ পুনর্মিলনী ও গ্রাহক সমাবেশ করেছে দেশের আবাসন খাতের অন্যতম কোম্পানি পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড।

গতকাল মতিঝিলে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বক্তব্যে পুষ্পধারা প্রপার্টিজ এর চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে পুষ্পধারা প্রপার্টিজ গ্রাহকের আস্থা বজায় রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুনাফা অর্জন নয়, আমাদের উদ্দেশ্য সেবা করা। বাংলাদেশে আবাসন খাতের সেবায় যেসব কোম্পানি রয়েছে পুষ্পধারা প্রপার্টিজ একদিন তার শীর্ষে থাকবে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলীনূর ইসলাম বলেন, সরকারের নীতি মেনেই আমরা আবাসন খাতের সেবায় নিয়োজিত। আবাসন মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার বাস্তবায়নে পুষ্পধারা প্রপার্টিজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেশের এক নম্বর সেবাদানকারী প্রতিষ্ঠান হতে চাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শাহ মো. আবু রায়হান আলবেরুনী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ইস্কান্দার আলী, মো. ইউনূস আলী উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, উপ-পরিচালক মঈন উদ্দিন খান, অবসরপ্রাপ্ত ডিআইজি আনোয়ার হোসেন, পুষ্পধারার উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভেজ মিয়া বুলুু, মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক ও আবদুল্লাহ আল মামুন।

ঈদ পুনর্মিলনী ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে ১৫০০ গ্রাহক ও শুভানুধ্যায়ী একযোগে মধ্যাহ্ন ভোজ করেন। এরপর শুরু হয় র‌্যাফেল ড্র পর্ব। এতে শেয়ার হোল্ডার, এলিট গ্রাহক, সাধারণ গ্রাহক, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ক্যাটাগরিতে ৬৫ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার বিজয়ী মো. আরেফিন অর্জন করেন ঢাকা-মালয়েশিয়া-ঢাকা ভ্রমণের যুগল টিকেট। কোম্পানির খরচে ওই পুরস্কারবিজয়ী তিনদিন-তিনরাত মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পুষ্পধারা প্রপার্টিজ এর পরিচালক (মার্কেটিং) মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির)। ২০১৪ সালে পুষ্পধারা প্রপার্টিজ কোম্পানি তার যাত্রা শুরু করে। ঢাকা-মাওয়া রোডে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পুষ্পধারার পদ্মা ভ্যালি ও পদ্মা ইকোসিটি নামে দু’টো প্রকল্প চলমান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ