সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে সৌদির আগ্রহ, ইরানের শর্তারোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইরানি স্বরাষ্টমন্ত্রী কাসেম আ'রাজি রবিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে জানান, ইরাকি প্রধানমন্ত্রী হায়দার ইবাদির সৌদি সফরের সময় রিয়াদ ইরান ও সৌদির মাঝে উত্তেজনা প্রশমনে ইরাকের হস্তক্ষেপ কামনা করে।

আ'রাজি বলেন, রিয়াদের দৃষ্টিভঙ্গি তেহরানকে জানানো হয়েছে, তারা এটা ইতিবাচক ভাবেই গ্রহন করেছেন। তবে সম্পর্ক উন্নয়নে ইরানের পক্ষ হতে প্রথম ও প্রধান শর্ত হাজিদের প্রতি সম্মান প্রদর্শন ও মাকবারে বাকি জিয়ারত করতে দেয়া।

তিনি বলেন, রিয়াদ এ শর্তাবলি পূরণের প্রতিশ্রুতি দিয়েছে।

তিনি মন করেন, ইরান ও সৌদির মাঝে সম্পর্ক পুণ:স্হাপন ও স্হিতিশীলতা পুরা অঞ্চলের জন্য ইতিবাচক।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসাইন ফেরেদুন আটক

কিছু দিন আগে ইরানি গণমাধ্যম একটি ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় ইস্তাম্বুলে ওআইসির সম্মেলনে দুই দেশের পররাষ্টমন্ত্রীদ্বয় পরষ্পর বুক আলিঙ্গন করছেন। ই

রানি গণমাধ্যম জানায়, সৌদি-পররাষ্টমন্ত্রী সালাম দিয়ে এগিয়ে আসেন, তারপর আরো এগিয়ে প্রায় এক মিনিট ধরে ইরানি পররাষ্টমন্ত্রীকে বুকে জড়িয়ে রাখেন। ইরানি পররাষ্টমন্ত্রী এ-বিষয়ে বলেন, এটা আন্তর্জাতিক সমাজের স্বাভাবিক প্রকাশ।

তিনি আরো বলেন, সৌদির সাথে অনেক বিষয়ে ভিন্নমত থাকা সত্তেও ইরান পারষ্পারিক সম্মানের ভিত্তিতে প্রতিবেশীদের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয়।

আল জাজিরা থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ