সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

জটিলতা কাটল; প্রার্থী হতে পারবেন কুলসুম নওয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পানামা কেলেঙ্কারির মামলায় দণ্ডিত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব ও সংসদ সদস্যপদ হারানো নওয়াজ শরীফের আসনে নির্বাচন করতে পারবেন তার স্ত্রী কুলসুম নওয়াজ।

মঙ্গলবার পাকিস্তানের আদালত কুলসুম নওয়াজের প্রার্থীতাকে বৈধতা দিয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর তার শূন্য আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। আর সেই উপনির্বাচনে নওয়াজের স্ত্রী কুলসুম শরীফকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন মুসলিম লীগ। নির্বাচন কমিশন তা গ্রহণও করেছে। আর তা গ্রহণ করাকে চ্যালেঞ্জ করে ইমরান খানের দল পিটিআই এবং অপর একটি দল পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) হাই কোর্টের একটি ট্রাইব্যুনালে আবেদন করে।

পিটিআই'র আবেদনে বলা হয়, কুলসুমের মনোনয়নপত্র নানা পরস্পরবিরোধিতায় ভরা। এছাড়া তিনি সশরীরে উপস্থিত না থাকা সত্ত্বেও তাঁর মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়। পিএটি'র দরখাস্তে বলা হয়, কুলসুম তাঁর মনোনয়নপত্রে নিজ সম্পদ ও আয়ের তথ্য গোপন করেছেন।

বেনজির ভূট্টোর দল পিপিপিও অভিযোগ এনেছে কুলসুমের বিরুদ্ধে। বলেছে, তিনি মনোনয়নপত্রে সংযুক্ত আরব আমীরাতে তাঁর ইকামা (ওয়ার্ক পারমিট) যুক্ত করেছেন, কিন্তু চাকরির বেতন ও চুক্তিনামা দেননি।

পরে শুনানীকালে আবেদনকারীদের আইনজীবীরা কুলসুমের বিরুদ্ধে আরো নানা অভিযোগ করেন। সব সওয়াল-জওয়াব শুনে ট্রাইব্যুনাল বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাঁকে অপরাধী ঘোষণা করা যায় না। ট্রাইব্যুনাল কুলসুম নওয়াজের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আনা সব আবেদন খারিজ করে দেন।

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কুলসুম নওয়াজ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ