বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

আল্লামা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে রোহিঙ্গাদের মাঝে অর্থ ও ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, উখিয়া মরিচা হয়ে শাহপরী দ্বীপ পর্যন্ত বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দূরাবস্থা দেখে কেউই চোখের পানি সংবরণ করতে পারবে না।

তিনি বলেন, ভিটেমাটি হারা অসহায় নারী পুরুষ ও শিশুরা খাদ্য সংকটে ভূগছে। আর এখনো যারা পালিয়ে আসতে পারেনি তাদের ঘরবাড়ী হায়নাদের দেওয়া আগুনে জ্বলছে। এমতাবস্থায় সার্ক জাতিসংঘ ওআইসিকে রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসতে হবে।

গতকাল টেকনাফ সীমান্ত সফরকারী জমিয়ত নেতৃবৃন্দের বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণের পূর্বে আল্লামা কাসেমী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের দালাল চক্র থেকে রক্ষায় এবং মা বোনদের ইজ্জত-আব্রুর হেফাজতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যে সব সংস্থা বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ কাার্যক্রম পরিচালনা করছেন তাদেরকে অবাধে ত্রাণকার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে।

সফরসঙ্গী হিসেবে আল্লামা কাসেমীর সাথে ছিলেন মাওলানা জহিরুল হক ভূইয়া, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুনীর হোসাইন কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন ও মাওলানা জাকির হোসেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ