মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাতে সৌদি বাদশাহর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের জন্য চার হাজার কোটি টাকা ত্রাণ হিসেবে দিচ্ছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তবে একবারে আসছে না। ধীরে ধীরে পাঠানো হবে।

বাদশাহ সালমান রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে তাদের আশ্রয় দেয়ার অনুরোধ করেছেন। রোহিঙ্গাদের পেছনে যে অর্থ খরচ হবে তা বহনেরও ঘোষণা দিয়েছেন তিনি।

প্রাথমিক পর্যায়ে তিনি ৫০ টন খাবার, ওষুধ ও চিকিৎসক পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন।
সৌদি বাদশাহর বাদশাহর অনুরোধে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে যুষ্টরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে। পূর্বের অবস্থান থেকে সরে গণহত্যার ব্যাপারে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে।

এর আগেও সৌদি আরব বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহযোগিতায় এগিয়ে আসে। তারা রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়ায় রাবেতা হাসপাতালসহ রাখাইনে বেশ কিছু হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে সৌদি আরব। সব কিছুই রাবেতা আলম আল ইসলামির নামে করেছে করেছে সৌদি আরব।

এছাড়া রোহিঙ্গা ভিশন টিভি, আরকান টিভিসহ রোহিঙ্গাদের যাবতীয় গণমাধ্যম সৌদি আরব থেকে সম্প্রচার হয় এবং যাবতীয় কার্যক্রম চালায় তারাই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ