বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব?

পুলিশের বাধায় হিউম্যানিটি ফর রোহিঙ্গা’র রোডমার্চ পণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : পুলিশের বাধায় পণ্ড হলো হিউম্যানিটি ফর রোহিঙ্গার রোডমার্চ। সিলেটের হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া রোডমার্চটি সিলেট জেলার রশিদপুরে পৌঁছালে তা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুলিশ তা থামিয়ে দেয়।

পুলিশের বাধার মুখে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে হিউম্যানিটি ফর রোহিঙ্গার চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা রোডমার্চের সমাপ্তি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘পূর্ব অনুমতি থাকার পরও রোডমার্চ থামিয়ে দেয়া অগণতান্ত্রিক ও রহস্যজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তবে আমরা শান্তিতে বিশ্বাসী তাই কোনো সংঘাতে যেতে চাচ্ছি না।’

হিউম্যানিটি ফর রোহিঙ্গা-এর সদস্য ও রোডমার্চে অংশগ্রহণকারী মাওলানা আলি নুর আওয়ার ইসলামকে জানান, আমরা সকাল থেকে সিলেট শহরের হুমায়ুন রশীদ চত্ত্বরে একত্র হতে থাকি। সেখানে সকাল ১০টায় একটি সমাবেশ হয়। সমাবেশ শেষে আমরা সাড়ে ১১টায় রোডমার্চ শুরু। রশিদপুর পৌঁছানোর পর পুলিশ বাধা দেয় এবং রাস্তা ব্লক করে রাখে।

পূর্ব থেকে অনুমতি নেয়ার পরও কেনো রোডমার্চে পুলিশ বাধা দিলো? উত্তরে মাওলানা আলি নুর বলেন, ‘পুলিশ আমাদের বলেছে, আপনাদের গাড়ি সংখ্যা বেশি। সামনে আরও গাড়ি যোগ হলে বিশ্বরোড বন্ধ হয়ে যাবে এবং এতো মানুষের নিরাপত্তার দেয়া আমাদের জন্য কঠিন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ