মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


পাকিস্তানে তোপের মুখে হাফিজ সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লস্কর ই তইবা-র নেতা হাফিজ সাইদ এবং তার সংগঠন কে ঝেড়ে ফেলতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিল পাকিস্তান।

পাক বিদেশমন্ত্রী বলেছেন, হাফিজ ও তার লস্কর পাকিস্তানের ‘বোঝা’ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ‘বিপদ।

নিউ ইয়র্কের এশিয়া সোসাইটিতে গতকাল বুধবার এক প্রশ্নোত্তর পর্বে পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ সরাসরিই বলেন, আমি মেনে নিচ্ছি, সইদ-লস্কর আমাদের বোঝা। আমি এটা অস্বীকার করছি না।

কিন্তু ওদের ঝেড়ে ফেলার জন্য আমাদের কিছুটা সময় দিন। এই সব ঝামেলা মোকাবিলার জন্য উপযুক্ত রসদের অভাব আছে আমাদের।

এছাড়াও,  হাফিজের গৃহবন্দি থাকার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান প্রশাসন। তাদের বক্তব্য, হাফিজ বাইরে এলে আইনশৃঙ্খলার গুরুতর অবনতি হতে পারে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর