বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

পরিচয়পত্র ছাড়া শরণার্থী ক্যাম্পে প্রবেশ নিষিদ্ধ; মসজিদ করতে লাগবে অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্স বাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্টিত সমন্বয় সভায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পরিচয়পত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

দেশি-বিদেশি এনজিও এবং আন্তর্জাতিক দাতা সংস্থার সদস্যদের সন্ধ্যার আগেই কাজ শেষ করে ক্যাম্প ত্যাগ করতে হবে। ক্যাম্পে সেনাবাহিনীর অনুমতি ছাড়া মসজিদ, মাদ্রাসাসহ কোনও প্রতিষ্ঠানও স্থাপন করা যাবে না।

বুধবার (০৪ অক্টোবর) কক্সবাজারে এক সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। রাত ৮টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও যোগ দেন। পরে মন্ত্রীর উপস্থিতিতে নির্দেশনামূলক নোটিশটি পড়ে শোনান জেলা প্রশাসক।

এই নোটিশে বলা হয়, দিনের বেলায় কাজ শেষে সূর্যাস্তের পর রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সব দেশি-বিদেশি এনজিও, আন্তর্জাতিক দাতা সংস্থার সদস্যসহ সবাইকে ক্যাম্প ত্যাগ করতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে মসজিদ, মাদ্রাসাসহ কোনও প্রতিষ্ঠান করতে সেনাবাহিনীর অনুমতির প্রয়োজন হবে।

সমন্বয় সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ প্রশাসন ও দেশি-বিদেশি দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ