বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার

মুসলিমদের রক্তের উপর দাঁড়িয়ে আছে মিয়ানমার সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, মিয়ানমার সরকারের মানব ইতিহাসের মুসলিম গণহত্যার ফলে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছে আজকের মিয়ানমার। মিয়ানমার সরকারের রাষ্ট্রীয় নীতি হচ্ছে, রোহিঙ্গা মুসলিমদের নির্মূল।

মুফতী ফয়জুল্লাহ আরো বলেন, যারা গণহত্যা, ধর্ষণ ও অগ্নি সংযোগের মত জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ করে তাদের ন্যায় মগদস্যু, পাপীষ্টদের উপর মানবিকতা , নসিহত ও কাকুতি-মিনতি আদৌ কোন প্রভাব ফেলবে না। এ সমস্যার সমাধান খুঁজতে হবে পবিত্র কুরআন থেকে। শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে।

তিনি বলেন, ইতিহাসের শিক্ষা হলো, অতীতে ইসলামের কোন অধিকৃত ভূমিই স্রেফ কাকুতি-মিনতির মাধ্যমে মুক্ত হয়নি। অধিকৃত প্রতিটি ভূমিই মুসলমানদের রক্তের মূল্যে আজাদ করতে হয়েছে। জালিম ও জুলুমের বিরুদ্ধে রোখে দাঁড়ানো কোরআনী বিধান। তাই মুমিনের দায়িত্ব হলো কোরআনী বিধানের আলোকে এগিয়ে যাওয়া।

ইসলামী ঐক্যজোট মহাসচিব আরো বলেন, মায়ানমার সরকার বিগত ৫০ বছর যাবত প্রমাণ করেছে, মায়ানমার রোহিঙ্গা মুসলিমদের জন্য একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড। ফলে বিকল্প পথ ছাড়া কোন পথও নেই। বিকল্প সে পথটি হলো, স্বাধীন আরাকান প্রতিষ্ঠা অথবা বাংলাদেশের সাথে আরাকানের অন্তর্ভূক্তি।

রোহিঙ্গা মুসলমান কোনটি চায় তা নিয়ে রোহিঙ্গা মুসলিমদের মাঝে গণভোট হতে হবে। রোহিঙ্গ মুসলিমদের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য এ পথেই হাঁটতে হবে।

রোববার বিকাল তিনটায় ইসলামী ঐক্যজোট ফরিদপুর জেলা নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তৃতা কালে মহাসচিব মুফতী ফয়জুল্লাহ একথা বলেন।

আরো বক্তৃতা করেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়্যেব হোসাইন, মুফতী সাখাওয়াত হোসাইন, জেলা সভাপতি, মাওলানা লিয়াকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ, শেখ ফরিদ, মাওলানা হাফেজ মোস্তফা, মাওলানা নেজামুদ্দীন, মাওলানা ইমাম লিয়াকত হোসাইন, মাওলানা মাহমুদুর রহমান, তৈয়্যেবূর রহমান, ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ