ইরানে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১'এ। এরইমধ্যে ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাতে বিবিসি নিউজ জানিয়েছে, কর্তৃপক্ষের হাতে গত সপ্তাহে আটক হওয়া এরফান সোলতানিকে আজ ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তের পরিবারের একজন সদস্য এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী সোলতানি তেহরানের কাছে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন।
নরওয়েভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস জানায়, গত বৃহস্পতিবার, নিজ বাড়ি থেকে এরফানকে গ্রেফতার করা হয়। এক সপ্তাহের কম সময়ের মধ্যে তার বিচার, দোষী সাব্যস্ত করা আর সাজা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়।
এমন পরিস্থিতিতে, ইরানে আটক সরকারবিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর না করতে কড়া সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফাঁসি কার্যকর হলে ইরানের বিরুদ্ধে ‘খুব শক্ত পদক্ষেপ’ নেবে ওয়াশিংটন। এমন হুঁশিয়ারির মধ্যেই ফাঁসির তালিকায় থাকা এক তরুণ বিক্ষোভকারীর নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ইরানি কর্তৃপক্ষ ২৬ বছর বয়সী বিক্ষোভকারী ইরফান সোলতানিকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করছে। তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারিত ১৪ জানুয়ারি।
পোস্টে আরও বলা হয়, মৌলিক অধিকার দাবি করার কারণে ইসলামি প্রজাতন্ত্র ইরান এখন পর্যন্ত ১০ হাজার ৬০০–এর বেশি মানুষকে গ্রেফতার করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে তেহরান।
ট্রাম্প বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ এক বিষয়, কিন্তু হাজার হাজার মানুষ হত্যার পর যদি ফাঁসি কার্যকর করা হয়, তাহলে তার পরিণতি ভালো হবে না ইরানের জন্য।
যদি আজ এরফান সোলতানির ফাঁসি কার্যকর হয়, তাহলে ইরানে আসলেই যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না, সময়ই তা বলে দেবে।
আরএইচ/