বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

‘বাবরি মসজিদের মতো অবস্থা হতে পারে তাজমহলের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সমাজবাদী পার্টির নেতা আজম খান আশঙ্কা করেছেন, বাবরি মসজিদের যা অবস্থা হয়েছিল, সেই একই অবস্থা হতে পারে তাজমহলেরও৷

বুধবার বিজেপি বিধায়ক বিনয় কাটিয়া বলেন, তাজমহল অতীতে হিন্দু মন্দির ছিল৷ সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই একথা বলেন তিনি।

আজম খান বলেছেন, “যদি বাবরি মসজিদ ধ্বংস হতে পারে তাহলে যে কোনও বহুতল ভেঙে পড়তে পারে৷ এই পরিস্তিতিতে তাজমহলও যে কোনওদিন ধ্বংস হয়ে যেতে পারে৷ যদি রাম মন্দিরের নামে বাবরি মসজিদ ধ্বংস হতে পারে, তাহলে এরা যা খুশি করতে পারে৷”

এরপর তিনি বলেন, বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল কারণ মানুষের মনে হয়েছিল সেখানে হিন্দু মন্দির ছিল৷ সেই কারণেই দেশের কোনও জায়গায় প্রার্থনা করা সুরক্ষিত নয়৷

১৯৯২ সালের ঘটনার জের টেনে তিনি বলেন, সেই সময় হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট, দুইই ছিল৷ কিন্তু তাও মসজিদ ধ্বংস হল৷ “আমি বিশ্বাস করি তাজমহলেরও একই গতি হতে চলেছে৷ কিন্তু যেহেতু আন্তর্জাতিক অনেক বিষয় এর সঙ্গে জড়িয়ে আছে, তাই এখনো তাজমহল টিকে আছে৷” বলেছেন তিনি৷

দিন দুই আগে তাজমহল সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বিনয় কাটিয়ার বলেন, যে জায়গায় তাজ মহল দাঁড়িয়ে সেখানে শিব মন্দির ছিল৷ হিন্দুরা সেখানে পুজো দিত৷ ওই জায়গায় হিন্দু দেব-দেবীদের অনেক চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছিল৷ মুগলরাই সেই মন্দির গুড়িয়ে সেখানে তাজমহল তৈরি করে৷ তবে এরপরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী

আদিত্যনাথ বলেন, “কে এটি তৈরি করেছে, সেটা বড় বিষয় নয়৷ ভারতীয় শ্রমিকদের রক্ত ও ঘাম ঝরিয়ে তৈরি হয়েছে তাজমহল৷ কে এটা তৈরি করেছে আর কেন করেছে, তার গভীরে আমি যেতে চাই না৷”


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ