বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কাশ্মিরের স্বায়ত্বশাসন দাবি করে ন্যাশনাল কনফারেন্সে প্রস্তাব পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জম্মু-কাশ্মিরে স্বায়ত্বশাসনের দাবি করে প্রস্তাব পাশ করেছে ন্যাশনাল কনফারেন্স।

গতকাল রোববার শ্রীনগরে দলীয় সম্মেলনে ওই প্রস্তাব পাস হয়। দলের বর্তমান প্রধান ডাঃ ফারুক আবদুল্লাহকে পুনরায় ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, আমরা স্বায়ত্বশাসন চাই। আমরা ভারতীয় সংবিধানের মধ্য থেকে তা চাচ্ছি, পাকিস্তান বা অন্য কারো থেকে নয়। আমাদের কাছে নিজেদের সংবিধান আছে। আমাদের পৃথক পতাকা রয়েছে। অন্য রাজ্যের সঙ্গে আমাদের তুলনা করবেন না।

ওমর আবদুল্লাহ বলেন, সংলাপের মাধ্যমেই কাশ্মির সমস্যার সমাধান বেরোতে পারে। এ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

অন্যদিকে কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম কাশ্মিরে অধিক স্বায়ত্তশাসন দেয়ার পক্ষে সাফাই দিলে তার তীব্র সমালোচনা করেছে বিজেপি।

চিদম্বরম বলেন, জম্মু-কাশ্মির ভারতের এক অবিচ্ছেদ্য অংশ থাকবে, কিন্তু ৩৭০ ধারার অধীনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের আরো ক্ষমতা দেয়া উচিত।

তার ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা যে পি চিদম্বরম বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে কথা বলছেন এবং আজাদি চাইছেন। কিন্তু এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তাদের নেতাই ভারত টুকরো টুকরো হয়ে যাবে স্লোগান সমর্থন করেছিলেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ