বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার

কাশ্মিরের স্বায়ত্বশাসন দাবি করে ন্যাশনাল কনফারেন্সে প্রস্তাব পাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জম্মু-কাশ্মিরে স্বায়ত্বশাসনের দাবি করে প্রস্তাব পাশ করেছে ন্যাশনাল কনফারেন্স।

গতকাল রোববার শ্রীনগরে দলীয় সম্মেলনে ওই প্রস্তাব পাস হয়। দলের বর্তমান প্রধান ডাঃ ফারুক আবদুল্লাহকে পুনরায় ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, আমরা স্বায়ত্বশাসন চাই। আমরা ভারতীয় সংবিধানের মধ্য থেকে তা চাচ্ছি, পাকিস্তান বা অন্য কারো থেকে নয়। আমাদের কাছে নিজেদের সংবিধান আছে। আমাদের পৃথক পতাকা রয়েছে। অন্য রাজ্যের সঙ্গে আমাদের তুলনা করবেন না।

ওমর আবদুল্লাহ বলেন, সংলাপের মাধ্যমেই কাশ্মির সমস্যার সমাধান বেরোতে পারে। এ ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

অন্যদিকে কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম কাশ্মিরে অধিক স্বায়ত্তশাসন দেয়ার পক্ষে সাফাই দিলে তার তীব্র সমালোচনা করেছে বিজেপি।

চিদম্বরম বলেন, জম্মু-কাশ্মির ভারতের এক অবিচ্ছেদ্য অংশ থাকবে, কিন্তু ৩৭০ ধারার অধীনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের আরো ক্ষমতা দেয়া উচিত।

তার ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, ‘এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা যে পি চিদম্বরম বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে কথা বলছেন এবং আজাদি চাইছেন। কিন্তু এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তাদের নেতাই ভারত টুকরো টুকরো হয়ে যাবে স্লোগান সমর্থন করেছিলেন।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ