বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ট্রাম্পের হুমকির পরও ইরানে বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর আজ? রাজধানীর তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা চলন্ত ট্রেনের ওপর আছড়ে পড়লো ক্রেন, নিহত ২২ ‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার

বেলফোর ঘোষণা ছিল মানবতার পরাজয়: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বেলফোর ঘোষণা ছিল বিংশ শতাব্দির সবচেয়ে বড় ভুল ও মানবতার পরাজয়। ওই ঘোষণার মাধ্যমে ইতিহাস বিকৃত করে ফিলিস্তিনিদের ভূমি জবরদখল করে অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা করা হয়।

হামাস আজ এক বিবৃতিতে বলেছে, ব্রিটেন বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি জাতির প্রতি একটি ঐতিহাসিক অপরাধ করেছে। কাজেই এখন লন্ডনকে সেই ভুল শোধরানের জন্য ফিলিস্তিনি জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।

বিবৃতিতে বলা হয়েছে, সব ফিলিস্তিনি শরণার্থীকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। সেইসঙ্গে ফিলিস্তিনিরা যাতে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অধিকারি হতে পারে সে ব্যবস্থা করতে হবে।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, বেলফোর ঘোষণার শততম বর্ষপূর্তির প্রতি সমর্থন জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে প্রকারান্তরে ফিলিস্তিনি জাতির প্রতি নির্যাতন ও অপরাধযজ্ঞের প্রতি সমর্থন জানিয়েছেন।

সম্প্রতি অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠায় ব্রিটেনের ভূমিকা থাকার কারণে গর্ব প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি কুখ্যাত বেলফোর ঘোষণার শতবর্ষ পূর্তি উপলক্ষে এক বক্তব্য ওই গর্ব প্রকাশ করেন।

১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য কথিত আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ব্রিটেনের অবস্থানের কথা ঘোষণা করেন। কলঙ্কজনক ওই ঘোষণা ‘বেলফোর ঘোষণা’ নামে পরিচিত।

ওই ঘোষণা অনুযায়ী ব্রিটেন ফিলিস্তিনে ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার করে। ফিলিস্তিন তখন ছিল ব্রিটিশ উপনিবেশ।

বেলফোর ঘোষণার ৩১ বছর পর ১৯৪৮ সালে আমেরিকা ও ব্রিটেনের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় জবরদস্তিমূলকভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে আত্মপ্রকাশ করে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।

সূত্র: পার্সটুুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ