বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


কাবুলে আত্মঘাতি হামলায় ৮ পুলিশসহ নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতি হামলায় ১৮ জন নিহত হয়েছেন।

একটি বিয়ের অনুষ্ঠানে এ আত্মঘাতি বোমা হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ৮ জন পুলিশ অফিসার, একজন কমান্ডার রয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, কাবুলের একটি হলে বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় হামলাকারী ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেয়। সেখানেই আত্মঘাতি হামলা চালানো হয়।

কাবুল পুলিশের মুখপাত্র আব্দুল বসির জানান, হতাহতদের মধ্যে অনেক পুলিশ সদস্যও রয়েছে। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর