মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


এবার মাদরাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেদগাড়ী নুরানী হাফেজিয়া মাদরাসা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম মো. সিজান (১৭)।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিজান উপজেলার ঘোষগ্রামের আব্দুর বারিকের ছেলে। উক্ত মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

মাদরাসার ছাত্ররা জানায়, প্রতিদিনের মতই ক্লাস শেষে সিজান রাতে বাড়ি চলে যায়। কিন্তু অনেক রাত হলেও সিজান বাড়িতে না যাওয়ায় তার বাড়ির লোকজন মাদরাসায় খুঁজতে আসেন।

খোঁজাখুজির একপর্যায়ে মাদরাসার নতুন একটি ঘরে সিজানের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে থানায় খবর দেয়া হয়।

রানীনগর থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার ৪ জন ছাত্রকে থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল ঢাকার গুলিস্তান আহাদ পুলিশ বক্সের পাশে অবস্থিত একটি হেফজখানা থেকে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধা করা হয়।

ঢাকায় মাদরাসা থেকে শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ