মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

বিচারপতি সিনহাকে নিয়ে 'বানোয়াট' প্রতিবেদন, ২ সংবাদকর্মী অাটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক রিপোর্ট

বিচারপতি এসকে সিনহাকে নিয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করায় ময়মনসিংহের একটি অনলাইন পোর্টালের সংবাদ দুই কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, লায়েস মন্ডল (২৬) ও মো. ছাবিদ (২০)। এদের মধ্যে লায়েস অ্যাডমিন হিসেবে ও ছাবিদ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল সোমবার দিবাগত রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর দেশ ছাড়েন তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা। ১০ নভেম্বর ছুটি শেষে তিনি বিদেশ থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

এর ছয় দিনের মাথায় ত্রিশালনিউজ ডটকমে ওই প্রতিবেদন প্রকাশিত হয়।

আজকের এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, গত ১৬ তারিখ ওই অনলাইন পোর্টালে মহামান্য রাষ্ট্রপতি, সাবেক প্রধান বিচারপতি ও তার পরিবারবর্গ, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার, সংসদ সদস্য এবং সরকারি গোয়েন্দা সংস্থা সম্পর্কে বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রকাশ করে যা সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ওই সংবাদের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ মহাপরিদর্শকের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা প্রস্তুতি নেয়া হচ্ছে।

ওই দুইজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

অারএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ