বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


গৃহবন্দি থেকে মুক্তি পাচ্ছেন হাফিজ সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: পাকিস্তানের লস্কর-ই-তাইয়েবার প্রধান হাফিজ সাঈদকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত এ আদেশ দেন।

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন হিসেবে ভারতের কাছে হাফিজ সাঈদ বরাবরই অভিযুক্ত। এ কারণে পাকিস্তানের আদালতের এ সিদ্ধান্ত প্রতিবেশী দুই দেশের মধ্যকার সম্পর্কে আরও উত্তেজনা বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

এর আগে পাঞ্জাব সরকার মঙ্গলবার হাফিজ সাঈদকে প্রাদেশিক রিভিউ আদালতে হাজির করেছিল।

এতে বিচারক ছিলেন লাহোর হাইকোর্টের বিচারক। সরকার তাঁর আটকাদেশ আরও তিন মাস বাড়ানোর আবেদন করেছিল আদালতের কাছে।

কর্তৃপক্ষ আদালতে জানিয়েছিল, যদি হাফিজ সাঈদকে মুক্তি দেওয়া হয় তাহলে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু আদালত তাঁর আদেশে বলেছেন, হাফিজ সাঈদের বিরুদ্ধে যদি অন্য কোনো মামলার পরোয়ানা না থাকে, তবে তাঁকে মুক্তি দিতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ