সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

পাকুন্দিয়ায় অটো রিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না
পাকুন্দিয়া  প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার নীচে চাপা পড়ে আবদুল গণি (৯০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আবদুল গণি পৌর এলাকার লক্ষীয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে বৃদ্ধ আবদুল গণি পাকুন্দিয়া পৌরসদর বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে বরাটিয়া এলাকায় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ