মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


আজ শেষ হচ্ছে দিনাজপুর জেলা ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিহার মামদুহ
প্রতিবেদক

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দিনাজপুর জেলা ইজতেমা। দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে এ ইজতেমায় অংশ নেন দেশ বিদেশের লক্ষাধিক মুসল্লি।

গত বৃহস্পতিবার বাদ ফজর বয়ানের মাধ্যমে শুরু হওয়া ইজতেমা আজ মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

দিনাজপুর জেলার ১৩ উপজেলার ছাড়াও উত্তরাঞ্চলসহ দেশ-বিদেশের বেশ কিছু এলাকা থেকে তাবলিগ জামাতসহ সর্বস্তরের মুসল্লি এই ইজতেমায় অংশগ্রহণ করেছে।

এছাড়াও গতকাল ইজতেমার ময়দানে অনুষ্ঠিত জুমার জামাতে প্রায় ৩ লাখ মুসল্লি অংশগ্রহণ করে। জুমার নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দিনাজপুর তাবলিগ জামাতের আমির মো. লতিফুর রহমান জানান, মানুষকে দ্বীনের পথে উদ্বুদ্ধ করার জন্য এই ইজতেমার আয়োজন।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ