মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

রাঙ্গামাটিতে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মঙ্গলবার সকাল ১০টার দিকে রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার তৈচাকমা চিরঞ্জীব দজরপাড়া এলাকায়  সাবেক ইউপি সদস্য অনাদী রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনার জন্য নব্য মুখোশ বাহিনীকে দায়ী করেছে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থনপুষ্ট সংগঠন ‘নব্য মুখোশ বাহিনী প্রতিবাদ কমিটি।

এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিরোধ কমিটির সদস্য সচিব সেন্টু চাকমা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলায় সড়ক ও নৌপথে আধাবেলা অবরোধ কর্মসূচির ডাক দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে নিজ বাড়িতে অনাদী রঞ্জন চাকমা সকালের খাবার খাচ্ছিলেন। তখন অতর্কিত ৬-৭ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান অনাদী রঞ্জন চাকমা।

পরে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ হামলায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয়রা।

বিবৃতিতে সেন্টু চাকমা দাবি করে বলেন, নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা গত ১৫ নভেম্বর নানিয়ারচর আসার পর থেকে তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন অনাদী রঞ্জন চাকমা।

এদিকে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও ২ নম্বর নানিয়ারচর সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা নানিয়ারচরে অবস্থান নেয়ার পর থেকে দিনদুপুরে বিভিন্ন গ্রামে ও থানা সদরে সশস্ত্র মহড়া, অপহরণ, লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক চাঁদা দাবি করছে।

এদিকে অনাদী রঞ্জন চাকমা হত্যার প্রতিবাদে মঙ্গলবার নানিয়ারচরে প্রতিবাদ সমাবেশ এবং রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ পালন করেছে নব্য মুখোশ বাহিনী প্রতিরোধ কমিটি। এ ছাড়া আগামী বৃহস্পতিবার সকাল-দুপুর রাঙ্গামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে তারা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ