বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

রাজধানীতে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর মহাখালী এলাকার বাড়ি থেকে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলু গোমেজ (৬৫) মহাখালীর আরজতপাড়া এলাকার ফিলবার্ড অনিল গোমেজের (৭০) স্ত্রী।

শুক্রবার সকালে আরজতপাড়ার বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয় বলে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান।

গনমাধ্যমকে তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির তিনতলায় ড্রইং রুমের দরজার সামনে মৃতদেহটি পড়ে ছিল।

নিহত বৃদ্ধার স্বামী অনিল গোমেজ ওই বাড়ির মালিক জানিয়ে পুলিশ বলছে, বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকলেও বাড়িওয়ালার ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতি অনিল ও মিলুই থাকতেন।

পুলিশ পরিদর্শক সেন্টু মিয়া বলেন, ওই এই বাড়িতে স্বামী স্ত্রী ছাড়া আর কেউ থাকেন না। সকাল বেলা বাড়ির ভাড়াটিয়ারা পানি না পেয়ে সকাল ৯টার দিকে বাড়িওয়ালা অনিল গোমেজের ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেন।

কিছুক্ষণ পর প্রায় ৭০ বছর বয়সের অনিল দরজা খুলে দিলে ভাড়াটিয়ারা বৃদ্ধার রক্তাক্ত লাশ দেখতে পান।

এর পরেই ভাড়াটিয়ারা পুলিশকে খবর দেয় জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে বাড়ির কাজে ব্যবহার করা একটি চাকু উদ্ধার করা হয়েছে। বাড়ির দরজা-জানালা ভাঙা বা কোনো মালামাল খোয়া যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ বলছে, সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে মিলু গোমেজকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে অনিলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে সেন্টু মিয়া বলেন, অনিলের শরীরে আঁচড়ের দাগ পাওয়া গেছে। তবে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কিছু পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।সলাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ