বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই

তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকায় সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালী ইলদিরিমির সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক হয়। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে খালেদা জিয়া হোটেল সোনারগাঁওয়ে যান। এরপরই বৈঠকটি শুরু হয়। এটি ৪৫ মিনিটের মতো স্থায়ী হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট ও আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি কেমন চলছে, আসন্ন নির্বাচনে কী অবস্থা দাঁড়াতে পারে, সে নির্বাচনে বিএনপির কী ভূমিকা হবে– তা নিয়ে তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বর্তমানে সরকারের ভূমিকা কেমন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকার কী ভূমিকা পালন করছে– তা নিয়েও আলোচনা হয়েছে।’

এ সময় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে আমরা আমাদের বক্তব্য দিয়েছি। তারা (তুরস্ক) তাদের মতামত দিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তুর্কি প্রধানমন্ত্রী বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের কিভাবে সসম্মানে ও নিরাপদে তাদের দেশে ফিরিয়ে দেওয়া যায়, তা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করতে তিনি এখানে এসেছেন।’ মির্জা ফখরুল আরও বলেন, ‘তুরস্ক মনে করে, রোহিঙ্গাদের সসম্মানে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। রোহিঙ্গাদের বিষয়ে একটি স্থায়ী সমাধানে যেতে হবে। এ নিয়ে তারা (তুরস্ক) বন্ধুপ্রতিম সবগুলো দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।’

তুর্কি সরকার ও জনগণ রোহিঙ্গাদের প্রতি খুবই সহানুভূতিশীল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তুর্কি ফার্স্ট লেডি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে যাওয়ার পরই এ সংকট বিশ্বে ব্যাপক নাড়া দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন, চেয়ারপারসনের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা এনামুল হক চৌধুরী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ