বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই

‘বর্তমান সময়ে ইসলামের বাণী ঘরে ঘরে পৌঁছাতে অনলাইন মিডিয়ার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : লন্ডন প্রবাসী বিশিষ্ট আলেমে দীন ও সফল উদ্যোক্তা মাওলানা ফয়জুল হাসান চৌধুরী বলেছেন, বাঙলাভাষী মুসলমানদের কাছে ইসলামের শুদ্ধ বাণী পৌঁছে দেওয়ার কাজ করছে রিসালাতুল ইসলাম বিডি। শুধু বাংলাদেশের মানুষ নয়, আমরা প্রবাসীরাও রিসালাতুল ইসলাম-এর গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলোর মাধ্যমে অনেক উপকৃত হয়েছি।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মুহাম্মাদপুরে আল-জামিয়াতুল উলুম ইসলামিয়াতে রিসালাতুল ইসলাম এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে এক পরামর্শ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা ফয়জুল হাসান চৌধুরী বলেন, বর্তমান যুগের চাহিদা পূরণে এবং ইসলামের বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে অনলাইন মিডিয়ার বিকল্প নেই। রিসালাতুল ইসলাম বিডি এক বছরের মধ্যেই বিভিন্ন সময়ে সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসময় তিনি রিসালাতুল ইসলাম বিডি’র সাথে সংশ্লিষ্ট ওলামায়ে কেরামকে ধন্যবাদ জানান।

মাওলানা তাহমিদুল মাওলার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়াতুল উলুম ইসলামিয়া’র মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান।

পরামর্শ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশিষ্ট হাদিস বিশারদ মাওলানা আব্দুল মতীন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. এবিএম হিজবুল্লাহ, আরবী সাহিত্যক মাওলানা মহিউদ্দিন ফারুকী, মাওলানা ইয়াহইয়াহ জাহাঙ্গীর, শায়খ আব্দুল মতিন, মাওলানা ইমরান রাইহান, মুফতি যাকারিয়া আব্দুল্লাহ, মাওলানা আবু সাঈদ যুবাইর, ইঞ্জিনিয়ার শামীম আজাদ, মাওলানা আবু সায়েম প্রমুখ।

উল্লেখ্য, গত এক বছর ধরে রিসালাতুল ইসলাম বিডি ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে ২৭ জন আলোচকের গুরুত্বপূর্ণ ১১০টি ভিডিও উপহার দিয়েছে। রিসালাতুল ইসলাম বিডি দাওয়াতি এই কার্যক্রমের মাধ্যমে দর্শক মহলের সুনাম অর্জন করেছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ