বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই

মুক্তিযুদ্ধে ভারত-রাশিয়ার অবদান বাংলাদেশ কখনো ভুলবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভারত ও রাশিয়াকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমরা আপনাদের ত্যাগ ও অবদানের কথা ভুলিনি। আপনারা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। মহান মুক্তিযুদ্ধে ভারত ও রাশিয়ার অবদান বাংলাদেশ কখনো ভুলবে না। আপনারা আমাদের দেশে এসে আমাদের সম্মানিত করেছেন।

গতকাল সোমবার বিকালে গণভবনের সবুজ লনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারত ও রাশিয়ার যোদ্ধাদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

৪৭তম মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আয়োজিত এ সংবর্ধনায় ভারতের ২৮ বীর যোদ্ধা, তাদের স্ত্রী ও সন্তান, ভারতের চার জন সামরিক কর্মকর্তা এবং ৬ জন দূতাবাস কর্মকর্তা অংশ নেন।

একই সঙ্গে রাশিয়ার ৪ বীর যোদ্ধা, তাদের স্ত্রী ও তিন দূতাবাস কর্মকর্তাও যোগ দেন এই সংবর্ধনা অনুষ্ঠানে।

আমন্ত্রিত এই বীর যোদ্ধারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি যুদ্ধপরবর্তী সময়ে মাইন অপসারণ ও যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে অবদান রাখেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথিদের কাছে যান এবং দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের অতিথি এই বীর যোদ্ধা ও তাদের স্ত্রী-সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বঙ্গবন্ধু কন্যা বলেন, আমরা সব সময়ই আপনাদের অবদানের কথা স্মরণ করি। আমরা মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি। আপনারা যুদ্ধে সব ধরনের সহযোগিতা করেছেন। দুর্দিনে পাশে দাঁড়ানো যোদ্ধাদের বাংলাদেশে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা যখন মন চায় আমাদের দেশে আসবেন, আমাদের আতিথেয়তা গ্রহণ করবেন।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লে. জেনারেল (অব.) জয় ভগবান সিং যাদব। ভারতীয় প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ