বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সদ্য প্রণিত নিম্ন আদালতের বিচারকদের শৃংখলাবিধি সংক্রান্ত গেজেট বিচার বিভাগের উপর জনগণের অবশিষ্ট আস্থা নষ্ট করবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আবু হাসান টিপু ।

তিনি বলেন, এই শৃংখলাবিধি একদিকে নিম্ন আদালতের উপর সুপ্রীম কোর্টের এখতিয়ার খর্ব করেছে অন্যদিকে এর মাধ্যমে  তাকে নির্বাহী বিভাগের অধীনস্ত করা হয়েছে।

অনতিবিলম্বে স্বাধীন বিচারব্যবস্থার পরিপন্থী এই আচরণবিধি প্রত্যাহার করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আচরণবিধির কারণে সমগ্র বিচারবিভাগ কেবল দুর্বলই হবে না, বরং রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও আইন প্রণয়ন বিভাগের সাথে বিচারবিভাগের গুরুতর ভারসাম্যহীনতা দেখা দেবে।

বুধবার বিকেলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই বিধি জারী হবার পর সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে নিম্ন  আদালতের রায় প্রদান আরো অনেক বেশী কঠিন হওয়ার আশংকা তৈরী হচ্ছে। এটা সমগ্র বিচার বিভাগের প্রতি জনগণের অবশিষ্ট আস্থাও নষ্ট করবে। সে কারণে এই আচরণবিধি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

জেলা সভাপতি কমরেড মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাশিদা বেগম, শহিদুল আলম নাননু. সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, নাজমুল হাসান নাননু প্র

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ