বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই

রোহিঙ্গা সঙ্কট : সঙ্কটে বাংলাদেশ শীর্ষক মতবিনিময় আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম বর্তমান রোহিঙ্গা সংকট ও তার উত্তরণের উপায় অনুসন্ধানে ‘মানবতার নবী হজরত মুহাম্মদ সা., রোহিঙ্গা সঙ্কট : সঙ্কটে বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে।

রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আগামীকাল ২১ ডিসেম্বর বিকাল ৩টায় মতবিনিময় সভা শুরু হবে। অনুষ্ঠানে মতবিনিময়ের পাশাপাশি পৃথক দুটি প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হবে।

রবিউল আউয়াল মাসে সিরাতচর্চার অংশ হিসেবে আওয়ার ইসলাম ‘সিরাতুন্নবী সা. কুইজ-২০১৭’ ও ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ প্রতিযোগিতার আয়োজনে করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এবং প্রধান আলোচক হিসেবে দেশের বিশিষ্ট গবেষক ও বুদ্ধিজীবী ড. সলিমুল্লাহ খান উপস্থিত থাকবেন।

এছাড়াও মতবিনিময় সভায় দেশের শীর্ষ আলেম, বুদ্ধিজীবী, দার্শনিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ আলোচনায় অংশ নিবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদ মুফতী আমীমুল ইহসান।

আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব মতবিনিময় সভার সফল করতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, সমাজের সকল শ্রেণীর প্রতিনিধিদের অংশগ্রহণ, জ্ঞান-প্রজ্ঞা-অভিজ্ঞতা ও ভাবনার বিনিময়ের মাধ্যমে জাতীয় এ সঙ্কট নিরসনের কার্যকর উপায় বের হয়ে আসবে। সাথে সাথে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বিপন্ন নাগরিকদেরও সম্মানজনক জীবন লাভের দিশা পাবে।

বৃহত্তর জাতীয় ঐক্য এ সঙ্কটের জাতীয় ও আন্তর্জাতিক সমাধান এবং বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বিপন্ন নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবন লাভে সহায়ক হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশ সরকার ও দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষকে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। তাহলো, মনুষ্যত্ব, মানবিকতা ও ইসলামি ভ্রাতৃত্ব। শুধু রোহিঙ্গা সঙ্কট নয়; অন্যান্য জাতীয় সংকট ও জাতীয় উন্নয়নে এ দৃষ্টিভঙ্গি ও মানসিক সংহতি আরও বৃহত্তর পরিসরে কাজে লাগানো সম্ভব।

বিশেষত রোহিঙ্গা সংকট নিরসনে উলামায়ে কেরামের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং তাদের জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা সরকার উপকৃত হতে পারে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ