বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

নিজের চোখ বিসর্জন দিয়ে কোটি মানুষের চোখ খুলে দিলো সিরিয়ান শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

করিম। এখন বয়স দুই একটি শিশু। সিরিয়ান বাহিনীর আর্টিলারি সেলের আঘাতে তার বাম চোখ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে মাথার খুলি। যুদ্ধাহত এ শিশুই এখন হয়ে উঠেছে সহিংসতা বিরোধী আন্দোলনের প্রতীক।

গত অক্টোবর মাসে কয়েক মাসের শিশু করিমকে দামেস্কের পার্শ্ববর্তী একটি মার্কেটে আহত অবস্থায় পাওয়া যায় তাকে। সরকারি বাহিনীর আঘাতে তার মা মারা যায় এবং মারাত্মকভাবে আহত হয় সে। এ আঘাতে একজন গর্ভবতী নারী ও তার গর্ভের শিশু মারা যায়।

আহত করিমকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেন। একজন স্বেচ্ছাসেবী আবু লুই তাকে অন্য হাসপাতালে ভর্তি করতে রওনা হয়। কিন্তু তখনি আরেকটি সেল আঘাত হানে এবং অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। তারপরও আবু লুই করিমকে অন্য হাসপাতালে নিয়ে যায়।

আবু লুই তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এতে ব্যাপক সাড়া পড়ে তাকে। মানুষ তার এক চোখ বন্ধ করে এ ঘটনার প্রতিবাদ জানায়।

সমাজকর্মীরা তার ছবিটি যুদ্ধ বিরোধী প্রচারণার কাজে ব্যবহার করছে।

https://twitter.com/AlabedBana/status/943216732306575360

ইতিমধ্যে ছবিটি আন্তর্জাতিক অঙ্গণে ব্যাপক সাড়া ফেলেছে। আমেরিক দাতব্য প্রতিষ্ঠান জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সিরিয়ার পাঁচশত শিশুকে আমেরিকায় স্থানান্তর করতে উদ্যোগ নিয়েছে।

তবে তারা জানিয়েছে ১৩৭ শিশু যাদের বয়স দুই মাসের কম সিরিয়ার চিকিৎসার অভাবে মারা গেছে।

উল্লেখ্য, ২০১২ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়ছে এবং বাস্তুচ্যূত হয়েছে কয়েক কোটি মানুষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ