বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই

বিএনপির পোলিং এজেন্ট বের করে দেয়া হচ্ছে : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আাওয়ার ইসলাম:
বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে না বলে অভিযোগ করেছেন।

দলটির দাবি, বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের গ্রেফতার ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

তিনি বলেন, আমরা বলেছিলাম- রংপুর সিটি কর্পোরেশনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ইসির ভূমিকা রহস্যজনক। নির্বাচন কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিচ্ছে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা। এ ছাড়া গতরাতে শহীদুল নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

ধানের শীষের প্রার্থী কাওছার জামান বাবলার বরাতে রিজভী অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকিধমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হলেও গত দুদিন ধরে ক্ষমতাসীন দল ও জোটের তাণ্ডবে সেখানে ভীতিকর অবস্থা বিরাজ করছে। বিএনপি ও বিএনপিসমর্থিত ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, তারা যেন ভোট কেন্দ্রে না যায়।

বিএনপি নেতা বলেন, এসবের পরও নির্বাচন কমিশনের কর্মকর্তারা নির্বিকার থেকেছেন। বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী মহাজোটকে খুশি করার জন্যই বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে।

রিজভী আরও বলেন, আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি তুললেও ইসি সেনা মোতায়েন করেনি। বরং সেখানে আনসার সদস্যের নামে আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের নিয়োগ করা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ