বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই

‘শিশুদের মেধা বিকাশে মাতৃভাষার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি'র সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, শিশুদের মেধা বিকাশে মাতৃভাষার বিকল্প নেই ।

তিনি বলেন,  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির দায় থেকে জননেত্রী শেখ হাসিনার সরকার সকল মাতৃভাষার শিক্ষার গুরুত্ব দেওয়ার কথা বলেন। তিনি আদিবাসী শিক্ষার প্রসারে আদিবাসী শিক্ষকদের নিয়োগের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

বুধবার সকাল ১০ টায় ঢাকার ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ সেমিনার হলে গবেষণা ও উন্নয়ন কালেকটিভ (RDC) এবং গণসাক্ষরতা অভিযান (CAMLE) এর যৌথ উদ্যোগে  মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক শিক্ষা : প্রত্যাশা ও প্রাপ্তি মতবিনিময় সভায় মাননীয় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ব্রাক বিশ্ববিদ্যালয় প্রফেসর এমিরিটাস ড. মনজুর আহমেদ।

এসময় তিনি  আদিবাসী প্রাথমিক শিক্ষার স্তর তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী হওয়া উচিৎ বরে অভিমত প্রকাশ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর  ইতিহাস বিভাগ’র  প্রফেসর ড. মেসবাহ কামাল ও স্বাগত বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযান  কার্যক্রমমের ব্যবস্থাপক, তপন কুমার দাস।

অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন,  ড. রণজিৎ সিং, মিজ. নমিতা চাকমা, ডা. সুভাষ রাজবংশী, জনাব রবীন্দ্র বমর্ন, জনাব লক্ষি কান্ত সিং, মিজ . জান্নাত -এ-ফেরদৌসী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ