শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

ধর্মনিরপেক্ষতাও এবার গেরুয়া নিশানায়, সংবিধান বদলের হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কখনো গোরক্ষা, কখনো তাজমহল বা টিপু, আবার কখনো বা দেশপ্রেমের পরীক্ষা- এসবই এখন বিজেপির রাজনৈতিক বাজার গরম রাখার নিত্য নতুন কৌশল। এবার সেই ধারায় সংযোজন হল নতুন এক অধ্যায়। ধর্মনিরপেক্ষতা এবং সংবিধানও এবার গেরুয়া নিশানায়। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষবাদ নিয়ে প্রশ্ন তুলে সংবিধান বদলের হুমকি দিলেন খোদ নরেন্দ্র মোদীর মন্ত্রী।

দেশের ধর্মনিরপেক্ষবাদীদের নিশানা করে রবিবার কর্ণাটকের এক সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে বলেন, “ভবিষ্যতে আমরা দেশের সংবিধান বদলে দেব।”‌ যাদের নিজেদের রক্ত সম্পর্কে কোনও শ্রদ্ধা নেই, তারাই ধর্মনিরপেক্ষ বলেও মন্তব্য করেন ঐ কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রীর এই মন্তব্যে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে দেশীয় রাজনীতি।

ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষদের নিশানা করে অনন্ত কুমার হেগড়ে বলেন, “যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন তাঁদের নিজেদের বংশ পরিচয় ও ঐতিহ্য সম্পর্কে কোনও শ্রদ্ধা নেই। কেউ ‌যদি নিজেকে হিন্দু, মুসলিম বা খ্রিষ্টান বলেন তাহলে আমার কোনও আপত্তি নেই। কিন্তু নিজেকে ধর্ম নিরপেক্ষ বললেই বিপদ।“

এদিকে বিজেপির ঐ মন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন, “অনন্ত কুমারের মতো নীচে নামতে পারব না আমরা। উনি একজন কেন্দ্রী মন্ত্রীয় হয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন। আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট অবহিত।” সূত্র : টিডিএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ