বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই

ধর্মনিরপেক্ষতাও এবার গেরুয়া নিশানায়, সংবিধান বদলের হুমকি কেন্দ্রীয় মন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কখনো গোরক্ষা, কখনো তাজমহল বা টিপু, আবার কখনো বা দেশপ্রেমের পরীক্ষা- এসবই এখন বিজেপির রাজনৈতিক বাজার গরম রাখার নিত্য নতুন কৌশল। এবার সেই ধারায় সংযোজন হল নতুন এক অধ্যায়। ধর্মনিরপেক্ষতা এবং সংবিধানও এবার গেরুয়া নিশানায়। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষবাদ নিয়ে প্রশ্ন তুলে সংবিধান বদলের হুমকি দিলেন খোদ নরেন্দ্র মোদীর মন্ত্রী।

দেশের ধর্মনিরপেক্ষবাদীদের নিশানা করে রবিবার কর্ণাটকের এক সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে বলেন, “ভবিষ্যতে আমরা দেশের সংবিধান বদলে দেব।”‌ যাদের নিজেদের রক্ত সম্পর্কে কোনও শ্রদ্ধা নেই, তারাই ধর্মনিরপেক্ষ বলেও মন্তব্য করেন ঐ কেন্দ্রীয় মন্ত্রী। মন্ত্রীর এই মন্তব্যে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে দেশীয় রাজনীতি।

ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষদের নিশানা করে অনন্ত কুমার হেগড়ে বলেন, “যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করেন তাঁদের নিজেদের বংশ পরিচয় ও ঐতিহ্য সম্পর্কে কোনও শ্রদ্ধা নেই। কেউ ‌যদি নিজেকে হিন্দু, মুসলিম বা খ্রিষ্টান বলেন তাহলে আমার কোনও আপত্তি নেই। কিন্তু নিজেকে ধর্ম নিরপেক্ষ বললেই বিপদ।“

এদিকে বিজেপির ঐ মন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেন, “অনন্ত কুমারের মতো নীচে নামতে পারব না আমরা। উনি একজন কেন্দ্রী মন্ত্রীয় হয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন। আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট অবহিত।” সূত্র : টিডিএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ