আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
ইসলামিক-খ্রিস্টান কাউন্সিল জেরুসালেম-এর সদস্য ফাদার ম্যানুয়েল মুসাল্লাম বলেছেন, জেরুসালেম ফিলিস্তিনের মাতৃভূমি এবং রাজধানী। তা রক্ষার করতে প্যালেস্টাইন আর্মি গঠন করতে হবে।
গাজায় ইসলামিক জিহাদি মুভমেন্ট আয়োজিত জাতীয় কনফারেন্সে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা সারা বিশ্বের জন্য নৈতিক পতন। আজ কোথায় আন্তর্জাতিক আইন, নিরাপত্তা পরিষদের সমাধান এবং অসলো ঘোষণা। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন অমান্য করে বলছে।
মুসাল্লাম আরও বলেন, দ্বিরাষ্ট্রিক সমাধানের কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। ফিলিস্তিন এখন আর কাউকে বিশ্বাসে করে না। সে বিশ্বাস করে শুধু অস্ত্র, প্রতিরোধ ও রক্তে। ফিলিস্তিনের ভাগ্য তাকেই নির্ধারণ করতে হবে।
মুসাল্লাম ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং হামাসের প্রতি আহবান জানান একটি শক্তিশালী ফিলিস্তিন আর্মি গঠনে। মুসলিম বিশ্বকে অস্ত্র সরবারহেরও অনুরোধ জানায় সে।