মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব আসছে : আলী রীয়াজ নবীজিকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন AAOIFI ও CSBIB এর প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে খেলাফতের গণমিছিল কাল দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে নৈতিক শিক্ষা এখন কেবল মাদরাসায় পাওয়া যায় : ধর্ম উপদেষ্টা মাদ্রাসা ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা: শিক্ষকের সম্মান কোথায়? ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু বিশ্ব যেন উপেক্ষা না করে : প্রধান উপদেষ্টা

মহেশখালীতে বিধ্বস্ত দুই বিমানের ৪ পাইলট জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কক্সবাজারের মহেশখালীতে বিমান বাহিনীর দুটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুই বিমানের চার পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশখালী উপজেলার পুটিবিলা এলাকায় বিমান দুটি বিধ্বস্ত হয়।

সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক রাশেদুল হাসান বলেন, ‘চারজন পাইলটকেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তারা আহত হয়েছেন। সেটা খুব মারাত্মক না। তাদের নাম পরিচয় এখনো আমরা নিশ্চিত হতে পারিনি।’

আইএসপিআরের সহকারী পরিচালক (বিমান বাহিনী ডেস্ক) মো. নূর ইসলাম  বলেন, ইয়াক-৮ নামের দুটি বিমান বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার পর চার পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা নিরাপদে আছেন।

২৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমান বিধ্বস্তের এ ঘটনা ঘটে।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টাখানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। এর একটির মডেল ইয়াক-৮। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন।

মহেশাখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম জানান, বুধবার সন্ধ্যায় বিকট শব্দে বিমান বিধ্বস্ত হয়। এই খবর জানতে পেরে দ্রুত  ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ