শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

ভারতে একই রাতে মুসলিমদের ৩৮ গরু চুরি; এলাকাজুড়ে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতে পাশাপাশি দুই গ্রামে একরাতেই প্রায় ৩৮টি গরু চুরি হওয়ায় আতঙ্কিত গ্রামবাসীরা। পূর্বমেদনীপুরের লৌহজং ও শ্রীধরপুর গ্রামে গতকাল রাতে ঐ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে ।

গরুর মালিক শেখখ আসরোফ আলী, শেখ খলিলউদ্দিন, সেখ জুলফিকার, রেবি বিবিরা কান্নায় ভেঙে পড়ে জানান, তাদের প্রত্যেকেরই এক-দুটো করে গরু ছিল। গত রাত্রে কারা এসে সব চুরি করে নিয়ে যায়।

স্থানীয় গনমাধ্যম সূত্রে জানা যায়, ঐ দুটো গ্রামের প্রায় ১৮টা বাড়ি থেকে এই চুরির ঘটনা ঘটে।

গরুর মালিক খলিলউদ্দিন গনমাধ্যমকে বলেন, “সকালে ঘুম থেকে উঠেই দেখি গোয়াল ঘর খোলা, সন্দেহ হওয়াতে গোয়ালে ঢুকে দেখি একটিও গরু নেই। আশেপাশে খোঁজ শুরু করি। কিন্তু এখনও পেলাম না।” একই বক্তব্য রেবি বিবিরও।

ঐ বৃদ্ধার একার সংসারে গোরুর দুধ বিক্রি করেই দিন গুজরান করতেন। ঘটনায় গরুর উপর নির্ভরকারীদের এখন মাথায় হাত। গ্রামবাসীরা একত্রিত হয়ে নন্দকুমার থানায় অভিযোগ দায়ের করেন। ওসি শেখ ইসলামক বলেন, “আমরা গ্রামবাসীদের থেকে অভিযোগ পেয়েছি, ঘটনার পূর্ণ তদন্ত হবে।”

গ্রামবাসীদের আরও অভিযোগ, এই চুরির ঘটনা নাকি দূরবর্তী গ্রাম খঞ্চি থেকে ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে।

এদিকে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে ছড়িয়েছে  আতঙ্ক।এটিকে তারা সামান্য ঘটনা বলে মানতে নারাজ। এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে বলে মনে করছেন তারা। যদিও এখন পর্যন্ত তারা কাউকে শনাক্ত করতে পারেনি। ইতিমধ্যে ভীত গ্রামবাসীরা পুলিশের কাছে তাদের নিরাপত্তার দাবীও তুলেছেন। প্রয়োজনে ঐ  দুই গ্রামে পাহারাদার বসা হবে বলে অভয় দিয়েছে নন্দকুমার থানার পুলিশ।

সূত্র : টিডিএন/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ