বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই

মাত্র ৭২ হাজার ডলারে ইসরাইলের কাছে বিক্রি হয় নাউরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র ৭২ হাজার ডলারের বিনিময়ে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে ভোট দিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ নাউরু। বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে সম্প্রতি যে ভোটাভুটি হয়েছে তাতে ইসরাইল অর্থ দিয়ে নাউরুর ভোট কিনে নিয়েছে বলে খবর বের হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার ঘোষণা দেন।

মার্কিন সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব তোলা হয় এবং তার ওপর ২১ ডিসেম্বর ভোটাভুটি হয়। ওইদিন ইসরাইল, আমেরিকা ও নাউরুসহ মাত্র নয়টি দেশ আমেরিকার পক্ষে ভোট দেয়। বিপরীতে ১২৮টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং মার্কিন সিদ্ধান্ত বাতিল হয়।

ইসরাইলের ওয়াইনেটনিউজ ওয়েবসাইট বৃহস্পতিবার জানিয়েছে, ভোটাভুটির আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রয় কমিটি ৭২ হাজার ডলারের বিনিময়ে নাউরুর ভোট কেনার অনুমতি দেয়।

ইসরাইলের সঙ্গে নাউরুর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এই অর্থ নাউরুর স্যুয়ারেজ সিস্টেম উন্নত করার কাজে লাগানোর কথা বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ব্যারন ওয়াকা।

এছাড়া, ভারতকে ভ্রাম্যমান পানি শোধনাগার কেনার জন্য এক লাখ ১৫ হাজার ডলার দেয়ার অনুমোদন দিয়েছিল ইসরাইলি কমিটি। কিন্তু ভোটাভুটির দিন ভারত ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং এ ঘটনার প্রতিবাদ করেছে ইসরাইল।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ