বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারটিয়ায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে শুক্রবার বিকেল হঠাৎই বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিকেলের দিকে মহাসড়কের তারটিয়ায় গিয়ে বিকল হয়ে পড়ে। বাস শ্রমিকরা যাত্রীদের নামিয়ে মেরামত কাজ শুরু করে। এ সময় হঠাৎ বাসে আগুন ধরে যায়। পরে টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় মহাসড়কের তারটিয়া থেকে উভয়পাশে যানজটের সৃষ্টি হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ