বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান নয়, ‘নির্বাচন কমিশনের ওপর কোনো চাপও নেই। সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

নির্বাচনের এখনও অনেক দেরি। সময় বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে সব দল অংশগ্রহণ করতে পারে, সে অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে।

রবিবার (১৪ জানুয়ারি) বিকালে খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কমকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি নুরুল হুদা।

পরে তিনি খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম সচিব মোস্তফা ফারুক।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ